Homeখেলাঅভিনব পন্থায় প্লেয়ারদের শাস্তি দিচ্ছে মুম্বাই

অভিনব পন্থায় প্লেয়ারদের শাস্তি দিচ্ছে মুম্বাই

দল হারছে একের পর এক ম্যাচ। অন্যদিকে নিয়ম মানছেন না প্লেয়াররা। নিয়ম ভেঙে শাস্তির মুখেও পড়েছেন কয়েকজন খেলোয়াড়। ইশান কিশানরা নিয়ম না মানার শাস্তি হিসেবে পরতে হচ্ছে বিশেষ ধরনের পোশাক।
ইশান কিশান বাদেও দলের নিয়ম ভেঙেছেন নুয়ান তুষারা, শামস মুলানি ও কুমার কার্তেকিয়া। অনুশীলন সেশন, টিম মিটিং বা টিম বাস ধরার মতো দলীয় কাজে দেরিতে উপস্থিত হওয়ায় তাদের কপালে শাস্তি মিলেছে। ফলস্বরূপ ‘সুপারম্যান’ সদৃশ জাম্পস্যুট পরতে হচ্ছে কিশানদের।

সুপারম্যানের জাম্পস্যুট পরে এক ম্যাচের ভেন্যু থেকে আরেক ম্যাচের ভেন্যুতে যেতে হচ্ছে কিশানদের। পথে কিংবা বিমানবন্দরে তাদের দেখে অবাক হয়ে তাকান অনুসারীরা। তবে প্লেয়াররা এই শাস্তি নিয়েছেন সুন্দরভাবে। সোশ্যাল হ্যান্ডেলে মুম্বাইয়ের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কিশানরা বিশেষ ধরনের ওই জাম্পস্যুট পরে হাঁটার সময় একে অপরকে দেখে হাসছেন।

মুম্বাই ইন্ডিয়ান্স এই নিয়ম চালু করেছে ২০১৮ সালের আসর থেকে। কিশান এর আগেও দলের নিয়ম ভেঙে একই ধরনের শাস্তি পেয়েছিলেন।

প্রসঙ্গত, হার্দিক পান্ডিয়ার অধীনে এবারের আসরের ৩ ম্যাচেই হেরেছে মুম্বাই। প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৬ রানের হারের পর হায়দরাবাদের বিপক্ষে হেরেছে ৩১ রানে। সবশেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে তাদের হার ৬ উইকেটে। তাতে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান পাঁচ বারের শিরোপাজয়ীদের।

সর্বশেষ খবর