Homeখেলা৯১ বলে ধোনির বাউন্ডারি মাত্র ২, কোন বোলারের বিপক্ষে

৯১ বলে ধোনির বাউন্ডারি মাত্র ২, কোন বোলারের বিপক্ষে

ম্যাচ ফিনিশার হিসেবে মহেন্দ্র সিং ধোনির পরিচিতি তো নতুন কিছু নয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৬.১৩ ও আইপিএলে ১৩৬.২৮ স্ট্রাইকরেটে ব্যাট করেন তিনি। অথচ একজন বোলার আছেন, যার বিপক্ষে টি-টোয়েন্টিতে ধোনি ৯১ বলে মাত্র দুবার বাউন্ডারি হাঁকাতে পেরেছেন।

ধোনির দুঃস্বপ্নের সেই বোলারের নাম সুনীল নারিন। ত্রিনিদাদ ও টোবাগোর এই স্পিনারের মুখোমুখি হলেই যেন ধোনি গুটিয়ে যান। সোমবার (৮ এপ্রিল) আরও একবার লড়তে দেখা যাবে তাদের।

চিদাম্বারাম স্টেডিয়ামে মুখোমুখি হবে ধোনির চেন্নাই সুপার কিংস ও নারিনের কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে ম্যাচটি। এতে সুযোগ আসলে নারিন আরও একবার চমক দেখাতেই চাইবেন। চেন্নাইয়ের ব্যাটিং অর্ডারের শেষদিকে নামা ধোনি কি পারবেন নারিন জুজু কাটাতে?

টি-টোয়েন্টিতে নারিন ধোনিকে এখন পর্যন্ত ৯১টি বল করেছেন। যার মধ্যে ৫০টিই ডট। ইএসপিএন ক্রিকইনফোর তথ্য বলছে, এই ৯১ বলে ধোনির স্ট্রাইকরেট মাত্র ৫২.৭৪। কোনো নির্দিষ্ট বোলারের অন্তত ৭৫টি বল মোকাবিলা করার পর এত কম স্ট্রাইকরেট নেই দুনিয়ার আর কোনো ক্রিকেটারের।

সর্বশেষ খবর