Homeআন্তর্জাতিকসোমবার কলকাতায় তাপমাত্রা থাকবে ৪৪ ডিগ্রি

সোমবার কলকাতায় তাপমাত্রা থাকবে ৪৪ ডিগ্রি

সোমবার কলকাতায় তাপমাত্রা থাকবে ৪৪ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

তীব্র দাবদাহে পুড়ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। গ্রাম থেকে শহর কোথাও স্বস্তির চিহ্ন নেই। রাস্তাঘাট ফাঁকা, বন্ধ দোকানপাঠ পথে গণপরিবহনও কম।

আচমকা আবহাওয়ার এমন বৈরী পরিস্থিতির কারণে কলকাতায় আসা বাংলাদেশি পর্যটকরাও দ্রুত ফিরছেন নিজের দেশে।

ফলে মারাত্বক অর্থনৈতিক সংকটে নিউমার্কেট এলাকার শতশত ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয়দের মাঝেও তীব্র গরমে বেড়েছে ভোগান্তি।

রেকর্ড ভাঙা দাবহাদে পুড়ছে সিটি অফ জয় কলকাতা। আর এতে মারাত্বক সংকটে পড়েছেন বাংলাদেশ থেকে আসা পর্যটকরা।

তীব্র গরমে অনেকেই ফিরছেন প্রয়োজনীয় কাজ না শেষ করেই।

প্রতিদিন আগের দিনের তাপমাত্রার রেকর্ড ভাঙছে। রোববার (২৭ এপ্রিল) কলকাতায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস।

যেখানে শতশত বাংলাদেশি পর্যটককে দেখা যেতো; সেখানে হাতে গোনা কয়েকজন রয়েছেন শহরে। আর যারাও আছেন, তারাও রয়েছেন নিতান্ত বাধ্য হয়ে।

আর বাংলাদেশি শূন্য হওয়ায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কলকাতার ব্যবসায়ীরা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার দুপুরে সেই রেকর্ড ভেঙে ৪৪ ডিগ্রির পারদ ছুঁয়ে ফেলবে তাপমাত্রা। আবহওয়ার এমন বৈরী পরিস্থিতিতে নাজেহাল কলকাতার মানুষ।

সর্বশেষ খবর