Homeআন্তর্জাতিকচীনে মহাসড়ক ধসে প্রাণহানি বেড়ে ৩৬

চীনে মহাসড়ক ধসে প্রাণহানি বেড়ে ৩৬

চীনের দক্ষিণাঞ্চলে মহাসড়ক ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও জরুরি পরিষেবা টিম এখনো ঘটনাস্থল থেকে গাড়ি উদ্ধার করতে পারেনি; তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বুধবার স্থানীয় সময় রাত ২টা ১০ মিনিটে গুয়াংডং প্রদেশের মেইঝু শহর ও ডাবু কাউন্টির মধ্যবর্তী এস-১২ মহাসড়কের ১৭.৯ মিটার (৫৮.৭ ফুট) অংশ ধসে পড়ে। এর ফলে সেখানে অনেক মানুষ ও ১৮টি যানোহন আটকা পড়ে।

বৃহস্পতিবার (২ মে) দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানায়, ২ মে সকাল সাড়ে ৫টা পর্যন্ত মহাসড়ক ধসের ঘটনায় অন্তত ৩৬ জন মারা গেছেন, আর আহত হয়েছেন ৩০ জন। তবে আহতদের জীবনের ঝুঁকি নেই।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বলেছে, ঘটনাটি একটি প্রাকৃতিক ভূতাত্ত্বিক বিপর্যয়। অবিরাম ভারী বৃষ্টির প্রভাবে দুর্ঘটনাটি ঘটে।

প্রতিবেদনে আরও বলা হয়, রাস্তার একটি ১৭.৯ মিটার প্রসারিত অংশ ধসে পড়েছে। এখন পর্যন্ত ২৩টি যানবহন গর্তে পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, তারা গাড়ি পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়েছেন। এর পরপরই তারা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনতে পান।

তারা আরও বলেন, ‘আমরা গাড়ি থামিয়ে বের হই। আমাদের কোনো ধারণাই ছিল না যে, রাস্তা ধসে গেছে।’

দমকল বিভাগের এক কর্মকর্তা চীনা মিডিয়াকে বলেছেন, অবিরাম বৃষ্টির পাশাপাশি ঘটনাস্থলে নুড়ি এবং মাটি ধসের কারণে অনুসন্ধান প্রচেষ্টা জটিল হয়েছে। এতে উদ্ধারকারীদের জীবনের ঝুঁকি তৈরি হয়েছে।

সর্বশেষ খবর

Exit mobile version