Homeআন্তর্জাতিক২০ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকার রাফাহ ক্রসিংয়ে এক রাতেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের ২০ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরাইল সেনাবাহিনী।

ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানায়, সোমবার (৬ মে) রাতে ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) পূর্ব রাফায় পাল্টা হামলা চালায়। তবে তাদের দাবি, রাফায় হামাসের ঘাঁটি আছে বলে আইডিএফ গোয়েন্দা বার্তা পাওয়ার পর তারা সেখানে অভিযান চালায়।

আইডিএফ জানায়, রাফায় এখনও হামাস সদস্যদের নির্মূলের লক্ষ্যে অভিযান চালিয়ে যাচ্ছে তারা। এ অভিযানে হামাসের ২০ সদস্যকে হত্যাসহ গোষ্ঠীটির তিনটি সুড়ঙ্গ শনাক্ত করা গেছে।

তবে বিবিসি এখনও স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি বলে জানায়।

এছাড়াও আইডিএফ পূর্ব রাফায় এবং রাফাহ ক্রসিংয়ে হামাসের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে বলে এক বিবৃতিতে জানিয়েছে।

এদিকে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরই মধ্যে বিষয়টি মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীদেরও জানিয়েছে গোষ্ঠীটি। এর আগে সংঘাতের প্রথম দিকে গত বছরের নভেম্বর মাসে মাত্র সাতদিন যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। সেই সময় যুদ্ধবিরতির সুযোগে উভয় পক্ষ বন্দি বিনিময়ও করেছিল।

সর্বশেষ খবর

Exit mobile version