Homeসর্বশেষ সংবাদরৌমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শহীদুল ইসলাম শালু বিপুল ভোটে ...

রৌমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শহীদুল ইসলাম শালু বিপুল ভোটে জয়ী

শাহ মোঃ আব্দুল মোমেন।।

কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৪ হাজার ৫০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেনকাপ-পিরিচ মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো: শহীদুল ইসলাম শালু ।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: মুজিবুর রহমান ( বঙ্গবাসী) পেয়েছেন ২৪ হাজার ২৫৩ ভোট।ফলে মো: শহীদুল ইসলাম শালু মাত্র ২৫১ ভোটের ব্যবধানে মুজিবুর রহমান বঙ্গবাসীকে পরাজিত করেছেন।

রৌমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: ইমদাদুল হক এ ফলাফল ঘোষণা করেন।ফলাফল ঘোষণা করার পর মো: শহীদুল ইসলাম শালু বলেন, এ বিজয় আপনাদের। এ বিজয় পুরো রৌমারীবাসীর। আপনারাই আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি যেন আপনাদের ভালোবাসার মূল্য দিতে পারি। আমার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে পারি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ ইমদাদুল হক জানান, রৌমারী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১,৬৮,৪১৪ জন,ভোট কেন্দ্রের সংখ্যা ৬১টি,পদত্ত ভোটের সংখ্যা ৭৭,৮০৮টি,বৈধ ভোট সংখ্যা ৭৬,৪৭২,বাতিলকৃত ভোট ১৩৩৬টি,পদত্ত ভোটের শতকরা হার ৪৬.২০%। কোন কেন্দ্রে কোনোও গোলযোগ হয়নি,ফলে কোনও কেন্দ্রে ভোট স্থগিত হয়নি।

রৌমারী উপজেলা পরিষদ নির্বাচনে ৮জন চেয়ারম্যান,৩ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা আক্তার স্মৃতি (হাসমার্কা)পূনরায় বিপুল ভোটে জিতেছেন প্রাপ্ত ভোট ৪৫,৪৭৮টি,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আয়শা সিদ্দিকা তার প্রাপ্ত ভোট ১৭,৪২৯টি,পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সামছুল দোহা (মাইক মার্কা) প্রাপ্ত ভোট ৪০,৪০৮টি,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সেকেন্দার আলী চাঙ্গা প্রাপ্ত ভোট ১২,৯১৩টি।

সর্বশেষ খবর