নারীদের ক্লাব বিশ্বকাপের প্রথম আসর শুরু হবে ২০২৬ সালে। ১৬ দলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে।
বুধবার (১৫ মে) ব্যাংককে ৭৪তম ফিফা কংগ্রেসে এই সংবাদ জানান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ২০২১ সালে প্রথমবার নারীদের ক্লাব বিশ্বকাপের পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। যদিও টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ফিফা সভাপতি।
ধারণা করা হচ্ছে, নতুন এই টুর্নামেন্টে উয়েফা উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগের দলগুলো যুক্তরাষ্ট্রের ন্যাশনাল উইমেন’স সকার লিগের দলগুলোর মুখোমুখি হবে।
এদিকে নারী খেলোয়াড় এবং কোচদের বিশ্রাম ও রিকভারির জন্য নতুন একটি ক্যালেন্ডারের অনুমোদন করেছে ফিফা।
আগামী বছর প্রথমবার ৩২ দল নিয়ে ছেলেদের ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি ২০২৫ সালের জুন মাসে শুরু হবে। যা চলবে দীর্ঘ একমাস।