Homeসর্বশেষ সংবাদভোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি॥

ভোলার বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে রিক্তা মনি (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরের দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ দুঘৃটনা ঘটে। নিহত শিশু রিক্তা মনি এই এলাকার মো. রাকিবের মেয়ে।

নিহত শিশু রিক্তার পরিবার সূত্রে জানা যায়, দুপুরে রিক্তা নিজ ঘরে খেলা করছিল। খেলার এক সময় শিশু রিক্তা সবার অজান্তে ঘর থেকে বের হয়ে বাড়ির পুকুরের পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। তখন গৃহস্থলি কাজে ব্যস্ত ছিল পরিবারের সদস্যরা। হঠাৎ শিশু রিক্তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন।

কিছুক্ষণ পর বাড়ির পুকুরের পানিতে শিশু রিক্তার লাশ ভেসে উঠলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর