Homeখেলাযতই খেলোয়াড়ই কিনি, এমবাপ্পের ঘাটতি পূরণ হবে না: পিএসজি কোচ

যতই খেলোয়াড়ই কিনি, এমবাপ্পের ঘাটতি পূরণ হবে না: পিএসজি কোচ

নিজ দেশের ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা না জেতানোর আক্ষেপ নিয়েই ফ্রান্স ছাড়ছেন কিলিয়ান এমবাপ্পে। তবুও এই ফরোয়ার্ডকে মিস করছে পিএসজি। এমবাপ্পের কোনো বিকল্প হয় না বলে মনে করেন প্যারিসিয়ানদের কোচ লুই এনরিকে। এমবাপ্পে একাই ক্লাবটির পুরো স্কোয়াডের সমান বলে মন্তব্য করেছেন তিনি।

ফ্রেঞ্চ কাপের ফাইনাল দিয়ে পিএসজি অধ্যায়ের ইতি টেনেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তার বিদায়ের দিনে অলিম্পিক লিওঁকে ২-১ গোলে হারিয়ে ১৫তম বারের মতো ফরাসি কাপের শিরোপা জিতেছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। প্যারিসিয়ানদের সঙ্গে ৭ বছরের সম্পর্কের ইতি টেনে কিছুদিন আগেই এক ভিডিও বার্তায় ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এমবাপ্পে। এরপর থেকেই তার সঙ্গে বিরোধে জড়ান ক্লাবটির মালিক নাসের আল খেলাইফি। তাই শেষ দিনগুলোতে পিএসজিতে সময়টা খুব একটা ভালো কাটেনি ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকার।

গেল কয়েক মৌসুমে পিএসজির আক্রমণ ভাগের নেতৃত্ব দিতেন এমবাপ্পে। তার চলে যাওয়ায় ক্লাবটিতে তৈরি হয়েছে শূন্যতা। নতুন মৌসুম শুরুর আগে এমবাপ্পের বিকল্প হিসেবে প্যারিসিয়ানরা কাকে দলে ভেড়াবে এই প্রশ্নই এখন আলোচনায়।

তবে পিএসজি স্কোয়াডে এমবাপ্পের বিকল্প নেই বলে মনে করেন কোচ লুই এনরিকে। এই স্প্যানিশ কোচের মতে পুরো দল মিলেই এমবাপ্পের ঘাটতি পূরণ করতে পারবে না।

এনরিকে বলেন, ‘কিলিয়ানকে কোচিং করাতে পারাটা আসলে ভাগ্যের। সে কঠিন একটি মৌসুম কাটিয়ে ৭ বছর পর ক্লাব ছাড়ছে। যেকোনো খেলোয়াড়ের জন্য বিদায় বলাটা কঠিন। এমবাপ্পে সম্পূর্ণ আলাদা একজন খেলোয়াড়। তার বিকল্প আমরা কখনো তৈরি করতে পারব না। আমরা যত খেলোয়াড়ই কিনি না কেন,এই ঘটতি পূরণ হবে না। এমবাপ্পের বিকল্প পুরো পিএসজি দল।’

লিগ ওয়ানে দাপট দেখালেও ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের মঞ্চে যেন নিজেদের হারিয়ে খোঁজে পিএসজি। ক্লাবটির সমর্থক থেকে শুরু করে মালিকপক্ষের একটাই চাওয়া চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।

পিএসজি কোচ বলেন, ‘আগামী মৌসুমে আমরা সবকটি শিরোপা জিততে চাই। ক্লাবের সমর্থকদেরও একই চাওয়া। এখন দেখি আমাদের সবকিছু জয়ের সামর্থ্য আছে কিনা।’

ফ্রান্সের ঘরোয়া লিগে ট্রেবল জিতে মৌসুম শেষ করেছে পিএসজি। লিগ ওয়ান, সুপার কাপ ও ফ্রেঞ্চ কাপ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ফরাসি ক্লাবটিকে। নিজ দেশের ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ না জেতানোর আক্ষেপ নিয়েই ফ্রান্স ছাড়ছেন এমবাপ্পে।

সর্বশেষ খবর