Homeসর্বশেষ সংবাদবেনজীরের যেই ক্যারিয়ার, কেউ ভেবেছে এমনটা হবে: ওবায়দুল কাদের

বেনজীরের যেই ক্যারিয়ার, কেউ ভেবেছে এমনটা হবে: ওবায়দুল কাদের

পুলিশের সাবেক মহাব্যবস্থাপক (আইজিপি) বেনজীর আহমেদ ও সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের দায় কোনও বাহিনী নেবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৯ মে) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘বেনজীর ও আজিজের ঘটনা ব্যক্তিগত। কোনও বাহিনী এর দায় নেবে না। যেহেতু প্রকাশ্যে এসেছে এখন দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে।’

তিনি আরও বলেন, ‘বেনজীরের যেই ক্যারিয়ার, বাইরে থেকে দেখে কেউ কি ভেবেছে এমনটা হবে! আমরাও ভাবিনি। আজিজ আহমেদ অনেক বিচক্ষণ, অনেক পড়াশোনা জানা। যোগ্যতার জন্যই তাকে সেনাপ্রধান বানানো হয়েছিল।’

‘প্রধানমন্ত্রীর অফিসের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তিকে আজ সরিয়ে দেয়া হয়েছে। এতেই প্রমাণ হয় না, আমরাও নজরদারি রাখছি,’ যোগ করেন সেতুমন্ত্রী।

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি জানতে চাই আসরাফুল হুদা, রকিবুল, কহিনূর ও হাওয়া ভবন কাদের সৃষ্টি? বিএনপির আমলে এমন দুর্নীতিবাজদের বিচার হয়নি। কিন্তু শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অনুযায়ী যারাই অপরাধী, তাদের শাস্তি হবে।’

সর্বশেষ খবর