নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল শুক্রবার (৭ জুন) ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (৬ জুন) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শনিবার (৮ জুন) শপথ নেবেন নরেন্দ্র মোদি। এর মধ্যদিয়ে কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর টানা তৃতীয়বার দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি।
এমন অবস্থায় ফোন করে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথোপকথনের সময় ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে তাকে নিমন্ত্রণ জানান মোদি এবং তিনি সে নিমন্ত্রণ গ্রহণ করেন।
দুই নেতার ফোনালাপের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘আপনার (নরেন্দ্র মোদি) শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর এ বিজয় সম্ভব হয়েছে।’
এ সময় শেখ হাসিনা আশা প্রকাশ করেন, এ বিজয়ের মধ্যদিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব অঙ্গনে আরও এগিয়ে যাবে। এছাড়া, বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক আরও উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ভারতের নির্বাচন কমিশনের ফলাফলে দেখা গেছে, এবারের নির্বাচনে মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এককভাবে ২৪০টি এবংতার নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯২টি আসন পেয়েছে। ২০১৪ সালে দলটি এককভাবে পেয়েছিল ২৮২টি আসন এবং ২০১৯ সালে ৩০৩টি আসন। সংবিধান অনুযায়ী ভারতে সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২টি আসনে। এক্ষেত্রে মোদির দল এককভাবে সরকার গঠন করতে পারছে না, যে কারণে জোটের ওপরই নির্ভর করতে হচ্ছে মোদিকে।