Homeসর্বশেষ সংবাদবগুড়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে হারিয়ে জয়ী সাবেক এমপিপুত্র আসিফ

বগুড়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে হারিয়ে জয়ী সাবেক এমপিপুত্র আসিফ

বগুড়ার ধুনটে উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে ৫ হাজার ৭৩৪ ভোটে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক সংসদ সদস্যের (এমপি) ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল।

বুধবার (৫ জুন) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা এই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, এই উপজেলায় ৯০টি ভোটকেন্দ্রে ২ লাখ ৫৫ হাজার ৩২৪ জন ভোটারের মধ্যে ৯৬ হাজার ৭০১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শতকরা হিসাবে ৩৭ দশমিক ৮৭ শতাংশ ভোট পড়েছে ধুনটে।

আসিফ ইকবাল আনারস প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরন্নবী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩২৬ ভোট।

বগুড়ার শেরপুরে ৪০ হাজার ১৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শাহ জামাল সিরাজী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহামুদ পেয়েছেন ৩৮ হাজার ৭১৫ ভোট। এই উপজেলায় ১০৭টি ভোটকেন্দ্রে ২ লাখ ৯৩ হাজার ২৩৭ ভোটারের মধ্যে ৮৪ হাজার ৮২৫ জন ভোট দিয়েছেন। শতকরা হিসেবে ভোট পড়েছে ২৮ দশমিক ৯২ শতাংশ।

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা মোটরসাইকেল প্রতীকে ৪১ হাজার ৩৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি (বর্তমান চেয়ারম্যান) রেজাউল আশরাফ জিন্নাহ আনারস প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৫১ ভোট। এই উপজেলায় ৪৯টি কেন্দ্রে এক লাখ ৫৭ হাজার ১৯০ ভোটার আছেন। তাদের মধ্যে ৭২ হাজার ৭১১ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখানে ভোট পড়েছে ৪৬ দশমিক ২৬ শতাংশ

সর্বশেষ খবর