মেডিকেল ও স্টুডেন্ট ভিসাপ্রত্যাশীদের জন্য সীমিত আকারে অ্যাপয়েন্টমেন্ট স্লট দেয়া শুরু করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।
সোমবার (২ সেপ্টেম্বর) আইভ্যাক সেন্টার থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা—এই পাঁচটি স্থানের ভিসা আবেদন কেন্দ্রে জরুরি মেডিকেল ও স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট দেয়ার কথা জানিয়েছে আইভ্যাক।
উল্লেখ্য, ভিসার আবেদন সশরীরে জমা দেয়ার আগে এই অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয়।
আইভ্যাক আরও জানায়, এই পাঁচটি ভিসা আবেদন কেন্দ্রে জরুরি ক্ষেত্রে যেখানে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের তৃতীয় দেশে ভ্রমণ করতে হবে এবং যার জন্য তাদের এরইমধ্যে ভারতে অবস্থিত বিদেশি দূতাবাসের সঙ্গে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট আছে, তাদের জন্য সীমিত আকারে অ্যাপয়েন্টমেন্ট দেয়া শুরু হয়েছে।
পরবর্তী সময়ে আইভ্যাক তার স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু না করা পর্যন্ত এই সেবাগুলো সীমিত আকারে থাকবে বলেও জানানো হয়।