Homeঅপরাধধান খেতে পড়ে থাকা সেই নারীকে ধর্ষণের পর হত্যা, গ্রেফতার-২

ধান খেতে পড়ে থাকা সেই নারীকে ধর্ষণের পর হত্যা, গ্রেফতার-২

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালীতে ধান খেতে পড়ে থাকা অর্ধগলিত নারীর পরিচয় সনাক্ত ও হত্যার সাথে জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাজবাড়ীর পাংশা উপজেলার মাদুলিয়া গ্রামের মৃত জব্বার মন্ডলের ছেলে মোনছের মন্ডল (৩৮) ও একই উপজেলার গোনাবাড়ি বনগ্রাম এলাকার মৃত হাসেম মিয়ার ছেলে আমিন মিয়া (৩৬)।

অন্যদিকে ধান খেতে পড়ে থাকা নারীর নাম মোছা: তাছলিমা।সে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আথাইল শিমুল এলাকার মো: দুদু তালুকদারের মেয়ে। ১০ বছর আগে তার বিয়ে হলেও ৫/৬ বছর যাবত তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেন,গত ১৮ অক্টোবর গ্রেফতার আসামীরা ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে পাংশাতে এনে সঙ্ঘবদ্ধ হয়ে ধর্ষণ করে এবং পরে ২০ অক্টোবর হত্যা করে মরদেহ গুম করে।গত ২৫ অক্টোবর স্থানীয়রা কালুখালী উপজেলার মোহনপুর বিল-সংলগ্ন ধানক্ষেতে অর্ধগলিত নারীর লাশ দেখে পুলিশে খবর দেয়।এ-সংক্রান্তে কালুখালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়। এরপর মামলার ঘটনা তদন্তে থানা পুলিশ ও ডিবির সমন্বয়ে একাধিক টিম মাঠে নামে।


আরও পড়ুন:কিশোরগঞ্জ উপজেলা ছাএদলের প্রতিবাদ মিছিল ও অবস্হান কর্মসূচি পালিত


একপর্যায়ে গত ৮ নভেম্বর ওই বিল-সংলগ্ন ধানক্ষেত থেকে ১টি ভ্যানিটি ব্যাগ, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য জিনিস পাওয়া যায়। প্রাপ্ত জিনিসপত্র বিশ্লেষণ করে জানা যায়, এগুলো ধানক্ষেতে পড়ে থাকা অজ্ঞাতনামা মৃত ওই নারীর। পরে আমরা তার পরিচয় শনাক্ত করি। পরবর্তীতে তার বাবা বাদী হয়ে গত ৯ নভেম্বর কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে তথ্য-উপাত্ত, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণপূর্বক জেলা গোয়েন্দা শাখা ও কালুখালী থানার একটি যৌথ টিম অভিযান চালিয়ে পাংশা থানা এলাকা থেকে তদন্তে প্রাপ্ত আসামি আমিন ও মোনছেরকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামি আমিন ও মোনছেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর মধ্যে আমিন মিয়া ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং মোনছেরকে রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। এ ঘটনার অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর