Homeজেলাকুড়িগ্রামে সড়‌কে ঝরল শিশুর প্রাণ

কুড়িগ্রামে সড়‌কে ঝরল শিশুর প্রাণ

কুড়িগ্রাম প্রতিনিধি

কু‌ড়িগ্রামের ফুলবাড়ীতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে আছিয়া খাতুন (৭)নামের এক শিশুর মৃত‌্যু হয়েছে। র‌বিবার সন্ধ‌্যায়-ফুলবাড়ী টু বড়বাড়ী সড়কেএ দুর্ঘটনা ঘটে। শিশু‌টি উপজেলার ভাঙ্গামোড় ইউ‌নিয়নের খোচাবাড়ী গ্রামের আমরুল হোসেনের মেয়ে।

স্থানীয়রা ও প‌রিবার সুত্রে জানা গেছে, রবিবার ১০ নভেম্বর সন্ধ‌্যায় শিশু‌টি মায়ের সঙ্গে বড়বাড়ী এলাকায় বড় বোনের বাড়ী থেকে মা‌য়ের স‌ঙ্গে অটো‌রিকশা যোগে বাড়ীতে আসার সময় লালমনিরহাট সদর উপজেলার টিক‌টিকির বাজার এলাকায় ফুলবাড়ী টু বড়বাড়ী সড়কে মো‌ড় অতিক্রম করার সময় দ্রুতগতির চলা অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হ‌য় শিশুটি। পরে তাকে দ্রুত ফুলবাড়ী হাসপাতালে ভ‌র্তি করা হলে কর্ত্যরত চিকিৎসক শিশু‌টিকে মৃত ঘে‌াষনা করেছেন।


আরও পড়ুন:আ.লীগের বিচারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল


খোচাবাড়ী ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ছানোয়ার হোসেন জানান এব্যাপারে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

সর্বশেষ খবর