Homeজেলানাগেশ্বরীতে সরক দুর্ঘটনায় পথচারী নিহত

নাগেশ্বরীতে সরক দুর্ঘটনায় পথচারী নিহত

ওমর ফারুক, নাগেশ্বরী প্রতিনিধি।।

কুড়িগ্রাম জেলাধীন নাগেশ্বরী উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাবের সামনে আজ ৩০ নভেম্বর ২০২৪ কুড়িগ্রাম ভুরুঙ্গামারী আঞ্চলিক মহাসরকের উপর আজ সন্ধা ০৭:৩০ ঘটিকায় ভুরুঙ্গামারী থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সাথে রাস্তা পারাপার হওয়া এক পথচারীর ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে।

সরেজমিন খোঁজ নিয়ে প্রতিবেদক জানতে পারে উল্লেখিত দুর্ঘটনা কবলিত ব্যক্তি নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক ও নাগেশ্বরী বাসস্টান্ডে অবস্থিত আদর্শ লাইব্রেরির স্বত্বাধিকারী জনাব মোঃ সোলায়মান আলী। ঘটনার বিবরনে জানা যায় দুর্ঘটনায় পতিত ব্যক্তি মোঃ সোলায়মান আলী উপজেলা গেটের সামনে অবস্থিত বগুড়া দইঘর এ সন্ধা ০৭:০০ ঘটিকায় কয়েকজন বন্ধু সহ চা-নাস্তা সেরে রাস্তার পূর্বপ্রান্তে অবস্থিত বগুড়া দইঘর থেকে বের হয়ে রাস্তার পশ্চিম পাশে পার হতে গেলে অজ্ঞাতসারে উত্তর দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক তাকে ধাক্কা মারে। মুহুত্বেই মোঃ সোলায়মান আলী রাস্তায় পরে যান এবং দুই কান দিয়ে রক্ত আসা শুরু হয়, কাৎক্ষনিক আশপাশের রোকজন দৌড়ে এসে ট্রাকটি আটক করে এবং দুর্ঘটনায় পতিত ব্যক্তিকে উদ্ধার করে নাগেশ্বরী সরকারি হাসপাতালে নিয়ে যান কিন্তু রোগীর অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।

সর্বশেষ জানা যায় পথিমধ্যে রংপুর মেডিকেলে নেওয়ার পথে জনাব মোঃ সোলায়মান আলী, সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক মৃত্যুবরন করেন (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজীউন)। সংবাদ পাওয়াকালীন সময়ে উপস্থিত অনেক শিক্ষকগনের মধ্যে জনাব মোঃ ফজলুল হক, প্রধান শিক্ষক, খেলারভিটা উচ্চ বিদ্যালয়, মোঃ সফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুবরণ করা সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ সোলায়মান আলীর রুহের মাগফেরাত কামনা করে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সর্বশেষ খবর