Homeবিনোদননওগাঁ জেলার কৃতি সন্তান উপমহাদেশের কিংবদন্তি ব্যন্ডগুরু জেমস

নওগাঁ জেলার কৃতি সন্তান উপমহাদেশের কিংবদন্তি ব্যন্ডগুরু জেমস

পরিচয়ঃ
বরেন্দ্রভূমির বরেণ্য পুত্র প্রখ্যাত ব্যন্ড সঙ্গীত শিল্পী জেমস এর জন্মঃ১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁ জেলার পত্নী তলা থানার বরট্টি গ্রামে। তবে তিনি পিতার চাকুরী সূত্রে বেড়ে ওঠেন চট্টগ্রামে। পুরো নাম “ফারুক মাহফুজ আনাম জেমস” এছাড়া তিনি গুরু ও নগর বাউল নামে পরিচিত।

পিতার কর্মস্থলঃ
পিতা মোঃ মোজাম্মেল হক একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসাবে দ্বায়িত্ব পালন করেছেন। পিতা মোজাম্মেল হক সংগীত পছন্দ না করায় জেমস পিতার উপর অভিমান করে চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামের একটি বোডিংএ ৩৬ নং রুমে থাকতেন।

ব্যন্ড দল প্রতিষ্ঠাঃ
জেমস ১৯৮৯ সালে বন্ধুদের নিয়ে প্রতিষ্ঠা করেন ব্যান্ড দল “ফিলিংস”।১৯৮৭ সালে প্রথম এলবাম “স্টেশন রোড” প্রকাশ পায়।

১৯৮৮ সালে “অনন্যা” নামের এক এলবাম প্রকাশ করে সুপারহিট হয়ে যান জেমস । এরপর ১৯৯০ সালে “জেল থেকে বলছি” ১৯৯৬ সালে ” নগর বাউল, ” ১৯৯৮ লেইজ ফিতা লেইয়া, ১৯৯৯ সালে ” কালেকশন অব ফিলিংস” এলবাম গুলো প্রকাশ পায়।

নিজস্ব ব্যন্ডদলঃ
এর পর ফিলিংস ভেঙ্গে জেমস গড়ে তোলেন নতুন ব্যান্ড “নগর বাউল”। এই ব্যান্ড “দুষ্ট ছেলের দল” এবং
বিজলী নামের দুটি এলবাম বের করেন। জেমস এর গাওয়া একক এলবাম গুলোর মধ্যে “অনন্যা (১৯৮৮) পালাবি কোথায় (১৯৯৫) দুঃখীনি দুঃখ করোনা (১৯৯৭) ঠিক আছে বন্ধু (১৯৯৯) আমি তোমাদেরই লোক

(২০০৩) জনতা এক্সপ্রেস ( ২০০৫) তুফান (২০০৬) কাল যমুনা (২০০৯)। ২০০৪ সালে কোলকাতার প্রিতমের সঙ্গে কাজ করেন জেমস। ২০০৫ বলিউড” গ্যাংষ্টার” চলচ্চিত্রে প্লে ব্যাক করেন। চলচ্চিত্রে তার গাওয়া ভিগি ভিগি রাড গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এক মাসেরও বেশী সময় গানটি বলিউডের টপ চার্টে শীর্ষে ছিল।

২০০৬ সালে আবারো বলিউডের ছবিতে কন্ঠ দেন। ২০০৭ সালে তিনি “লাইফ ইন এ মেট্রো’ চলচ্চিত্রে প্লে ব্যাক করেন। চলচ্চিত্রে তার গাওয়া গান দুটি হলো “রিসভে” এবং “আলবিদা।

এছাড়াও তিনি অসংখ্য জনপ্রিয় ব্যান্ড গানের শিল্পী। উপমহাদেশের বিখ্যাত এই সংগীত তারকা নওগাঁ জেলা তথা সমস্ত বরেন্দ্রভূমির গর্ব।

লেখকঃ অধ্যাপক মো. আব্দুর রাজজাক (রাজু)।
গ্রন্থঃ বরেন্দ্রভূমির বরেণ্যরা। পর্বঃ ৭

সর্বশেষ খবর