Homeবিনোদনচট্টগ্রামে হাবিব ওয়াহিদের কনসার্ট স্থগিত! আয়োজকদের নতুন সিদ্ধান্ত

চট্টগ্রামে হাবিব ওয়াহিদের কনসার্ট স্থগিত! আয়োজকদের নতুন সিদ্ধান্ত

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে চট্টগ্রামের পতেঙ্গায় আয়োজন করা হয়েছিল বিশেষ কনসার্ট ‘ম্যাক্স ফান অন বে ওয়ান’। জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের এই কনসার্টটি ১৩ ফেব্রুয়ারি গভীর সমুদ্রে জাহাজের ওপর হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই আয়োজকরা এটি স্থগিত করার ঘোষণা দিয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) আয়োজক কমিটি সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, “প্রিয় অতিথি, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ‘ম্যাক্স ফান অন বে ওয়ান’ কনসার্ট স্থগিত করা হয়েছে। আমরা শিগগিরই নতুন তারিখ জানিয়ে দেব।”

কিন্তু ঠিক কী কারণে এই কনসার্ট স্থগিত করা হয়েছে, সে বিষয়ে আয়োজকরা বিস্তারিত কিছু বলেননি। তবে, ধারণা করা হচ্ছে, বিশেষ কোনো অনুমতি বা নিরাপত্তা-সংক্রান্ত জটিলতার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, হাবিব ওয়াহিদ এই কনসার্ট নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, “গভীর সাগরে ভরা পূর্ণিমার রাতে গানে গানে ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উদযাপন করব—এটি বিশেষ এক অনুভূতি হবে।”

এখন কনসার্টের নতুন তারিখ কবে নির্ধারণ হবে, তা জানতে অপেক্ষায় আছেন ভক্তরা। আয়োজকরা জানিয়েছেন, খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

সর্বশেষ খবর