Homeরাজনীতিসংস্কার যত দীর্ঘায়িত হবে, দেশ তত সংকটে পড়বে: তারেক রহমান

সংস্কার যত দীর্ঘায়িত হবে, দেশ তত সংকটে পড়বে: তারেক রহমান

সংস্কার প্রস্তাবের আলোচনা দীর্ঘায়িত হলে দেশ আরও সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘সংস্কার বাস্তবায়নের জন্য দ্রুত নির্বাচন প্রয়োজন। সংস্কারের আলোচনা দীর্ঘ হলে স্বৈরাচারীরা সুযোগ পেয়ে যাবে।’

রোববার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে শ্যামপুরের কদমতলীর বালুর মাঠে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, ‘সংস্কার বাস্তবায়নের একমাত্র পথ হলো জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন। নির্বাচিত প্রতিনিধিরাই সংস্কারের কাজ শুরু করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা যায়। যদিও একবারের নির্বাচনে সব সমস্যার সমাধান হবে না, তবে এটি হবে সংকট নিরসনের প্রথম ধাপ।’

তারেক রহমান বলেন, ‘দেশের অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাজনৈতিক গুণগত পরিবর্তন আনতে হবে। শুধু দল নয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও পরিবর্তন জরুরি।’

কর্মশালায় সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। এতে বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর