Homeজেলাশেরপুর ডি, জে, হাই স্কুলে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

শেরপুর ডি, জে, হাই স্কুলে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ার শেরপুর সরকারি ডায়মন্ড জুবলী (ডি.জে) মডেল হাই স্কুলে নবীন বরণ, বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী দেড়শ বছরের পুরাতন এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছরই এ ধরনের আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ মুহূর্ত হয়ে ওঠে।

বৃহস্পতিবার বেলা ১২টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আশিক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার উদ্দিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি শেরপুর উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম জিন্নাহ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহুল ইসলাম এবং সহকারী শিক্ষক সোহেলা পারভীন। বক্তারা নবীন শিক্ষার্থীদের শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন। বিদায়ী শিক্ষার্থীরাও তাদের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং কেক কেটে তাদের শুভ কামনা জানানো হয়। বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় এবং তাদের হাতে উপহার তুলে দেওয়া হয়।

সাংস্কৃতিক পর্বে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

প্রধান অতিথির বক্তব্যে আশিক খান বলেন, “এই আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই, তারা শিক্ষা ও নৈতিকতার আলোয় আলোকিত হয়ে এগিয়ে যাক।”

সর্বশেষ খবর