মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবৈধভাবে টিলার মাটি কেটে বাড়ির ভিটে তৈরির অপরাধে ইসলাম উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইসলাম উদ্দিন একই ইউনিয়নের চন্ডিনগর গ্রামের বাসিন্দা আজির উদ্দিনের ছেলে।
বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(খ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(২) ধারায় দুই লক্ষ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রিয়াজুল ইসলাম বলেন, “গণহারে টিলা কাটা হলে ভবিষ্যতে বড়লেখাসহ আশপাশের এলাকায় আর কোনো টিলা বা পাহাড়ের অস্তিত্ব থাকবে না। আমরা নিয়মিতভাবে টিলা কাটার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”