Homeজেলাপাবিপ্রবিতে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

পাবিপ্রবিতে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রদল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতার অভিযোগে দোষীদের বিচারের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর বারোটার দিকে পাবনা শহরের টেলিফোন ভবনের সামনে থেকে একটি মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি করেন, পাবিপ্রবিসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংঘটিত সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু ও শিক্ষাবান্ধব রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক একরামুল হক লিমন, সদস্য সচিব মীর সানজিদ প্রান্ত, যুগ্ম আহ্বায়ক ফসিউল হক ইমন, আমিরুল ইসলাম আবির, মঈন আলী, কে এম তরিকুল ইসলাম এবং শেখ মুজিব হলের সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

সর্বশেষ খবর