রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে ঢাকার ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক দেশ রূপান্তরকে জানিয়েছেন, শাওনকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আরো জানান, আগামীকাল (৭ ফেব্রুয়ারি) তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
এর আগে, শাওনের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় তার বাবার বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় ছাত্রজনতা এই আগুন দিয়েছে বলে জানা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই সক্রিয় মেহের আফরোজ শাওন। তিনি নিয়মিতভাবে সরকারের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য এবং রাজনৈতিক পোস্ট করেন। গত আগস্টের পর থেকেই তিনি সরকারের বিরুদ্ধে পোস্ট দিয়ে আসছিলেন।
মেহের আফরোজ শাওন একজন বাংলাদেশি অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, পরিচালক ও স্থপতি। তিনি বিশিষ্ট কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তার বাবা মোহাম্মাদ আলী এবং মা তহুরা আলী ছিলেন। তহুরা আলী জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন। শাওনের গ্রামের বাড়ি জামালপুর জেলার নরুন্দি এলাকায়।