জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে ডিবি পুলিশ আটক করে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানান, শাওনকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে।
এদিকে, জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শাওনের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় ছাত্র-জনতার একটি অংশ বিক্ষোভের পর বাড়িটিতে আগুন লাগিয়ে দেয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি এবং অগ্নিসংযোগের প্রকৃত কারণ স্পষ্ট নয়।
উল্লেখ্য. শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী জামালপুর-৪ (সদর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তার মা বেগম তহুরা আলী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।
সম্প্রতি, শাওনের রাজনৈতিক মন্তব্য ও অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে, স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ করে।