বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিকেল সাড়ে ৪টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বক্তব্যে তিনি বলেন, “গত ১৬ বছরে আমরা এই বিদ্যালয়ে আসতে পারিনি। আমাদের আসতে দেওয়া হয়নি। তবে সময় বদলাবে। হাসিনার প্রত্যেক প্রেতাত্মাকে ধরে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী, কোনো নেতা-কর্মী যদি অবৈধ দখল, চাঁদাবাজি বা অপরাধে জড়িত থাকে, তাকে দল থেকে বহিষ্কার করা হবে। বিএনপি জনগণের পাশে থাকবে, এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলে তারেক রহমান এই এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।
বাল্যবিয়ের প্রসঙ্গে তিনি বলেন, “বাল্যবিয়ের কারণে বিবাহ বিচ্ছেদ বেড়েছে, শিক্ষার্থীরা ঝরে পড়ছে। আমাদের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের আবার বিদ্যালয়ে ফিরিয়ে আনা। বাল্যবিয়ে প্রতিহত করতে হবে এবং কোমলমতি শিক্ষার্থীদের মন দিয়ে পড়াশোনা করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মোরশেদ মিল্টন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক শাহীন, শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুত, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদু, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদ, বিএনপি নেতা আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।