ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা শুরু হয়েছে। ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় পৌরশহরের কাউতলি স্টেডিয়াম মার্কেটের সামনে জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম উদ্বোধন করেন এই মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ অনেকেই।
মেলার স্লোগান ছিল, “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই,” এবং এটি তরুণদের সৃজনশীলতা এবং উদ্যোক্তা ক্ষমতাকে উদযাপন করার লক্ষ্য নিয়ে আয়োজিত হচ্ছে। মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং এতে থাকবে প্রায় ১০০টি স্টল। এসব স্টলে দেশের বিভিন্ন স্থান থেকে আসা উদ্যোক্তারা তাদের প্রোডাক্ট ও সেবা প্রদর্শন করবেন।
মেলার পরিচালনা পর্ষদ জানিয়েছে, প্রতিদিন তরুণদের নিয়ে বিভিন্ন ইভেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হবে। এ মেলার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় তরুণদের উদ্যোগ ও সৃজনশীলতার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে, যা দেশের উন্নয়নে একটি ইতিবাচক ভূমিকা রাখবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামাতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, সদর মডেল থানার ওসি মোঃ মোজাফফর হোসেন, জেলা জামাতে ইসলামীর প্রচার সম্পাদক কাজী সিরাজ, মেলা পরিচালক স্বপন মিয়া ও হাসিবুর রহমানসহ জেলা প্রশাসন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক বিশিষ্টজন এবং দর্শণার্থীরা।