ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, সৌদি আরব চাইলে তাদের নিজ ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে, কারণ দেশটির প্রচুর খালি জায়গা রয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।
এটি সেই সময়ের ঘটনা যখন সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পূর্বশর্ত হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছে। সৌদি আরব এই শর্তে কোনো ধরনের দরকষাকষি করতে ইচ্ছুক নয়, এমনটি জানিয়েছে রিয়াদ।
নেতানিয়াহু আরও বলেন, তিনি এমন কোনো চুক্তিতে যাবেন না, যা ইসরায়েলের নিরাপত্তা এবং অস্তিত্বের জন্য হুমকি হতে পারে। বিশেষত, ৭ অক্টোবর পরবর্তী পরিস্থিতিতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়ে তিনি কোনো সমঝোতায় যেতে ইচ্ছুক নন।
তিনি গাজার বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, এক সময় গাজা একটি ফিলিস্তিনি রাষ্ট্র ছিল, তবে সেখানে হামাসের নেতৃত্ব ছিল এবং গাজার ভূখণ্ডের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। এর পরিপ্রেক্ষিতে তিনি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিরোধিতা করেন।
এছাড়া, নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনায় সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার ইস্যুও উঠে আসে। তবে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, তারা ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আগে ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনায় বসতে আগ্রহী নয়।
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা করছেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিনিময়ে নেতানিয়াহু গাজার যুদ্ধের অবসান ও পশ্চিম তীরের অধিগ্রহণ প্রক্রিয়া বিলম্বিত করতে পারেন।