নরসিংদীর রায়পুরায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটে শ্রীনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। হামলার সময় গুলিতে নিহত হয়েছেন চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা ইসলাম (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, নূরুল ইসলামের ছেলে সোহেল মিয়াসহ ১০-১২ জনের একটি দল চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলা চালায়। চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যরা তখন বাড়িতে না থাকায় তারা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় শান্তা ইসলাম তাদের বাধা দিতে গেলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিটি তার পিঠে লাগে, পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে কাজ করছে।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব বলেন, শান্তা ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এই ঘটনার পর থেকে এলাকার সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে।
পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান পরিচালনা করছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।