Homeজেলালালমনিরহাটে র‌্যাবের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাটে র‌্যাবের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা মহিপুর রোডে র‌্যাব-১৩ এর অভিযানিক দল পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তাদের কাছ থেকে ৩৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের তথ্য অনুযায়ী, আটককৃতরা হলেন কালীগঞ্জ উপজেলার মৌজা শাখাতি এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে নয়ন ইসলাম (১৯), মোসলেম উদ্দিনের ছেলে মোঃ বেলাল হোসেন (২২), ৩২ হাজারি এলাকার মমিনুল ইসলামের ছেলে রাজু মিয়া (২৫) এবং আদিতমারী উপজেলার চন্দনপাট এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে ইমরান হাসান শাকিল (২২)।

শুক্রবার দুপুরে র‌্যাব-১৩ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাকিনা-মহিপুর রোডে অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানটি গঙ্গাচড়া থানাধীন লক্ষীটারি ইউনিয়নের মহিপুর ব্রীজের দক্ষিণ পাশে পরিচালিত হয়, যেখানে নয়ন ইসলামসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

দ্বিতীয় অভিযানটি মহিপুর টু কাকিনা রোডে পরিচালিত হয়, যেখানে মোটরসাইকেল তল্লাশি করে ইমরান হাসান শাকিলের কাছ থেকে ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ সাইফুল্লাহ নাঈম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে একযোগে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ খবর