ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল ভাঙচুর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত ম্যুরালটি ভেঙে দেওয়া হয়।
এর আগে গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর স্থানীয় জনতা ম্যুরালের একটি অংশ ভেঙে দেয়। এরপর উপজেলা পরিষদ ম্যুরালটি সাদা কাপড় দিয়ে ঢেকে রাখে।
আজ দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা সাদা কাপড়ে আগুন দেয় এবং বুলডোজার দিয়ে ম্যুরালের বাকি অংশ ভেঙে দেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয় এবং বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে দেওয়ার প্রতিবাদ জানায়।
আন্দোলনকারীরা বলেন, “বাংলার মাটিতে আর কোনো স্বৈরাচারের স্থান নেই। বাংলার মাটিতে আর কোনো বৈষম্যের প্রশ্রয় দেওয়া হবে না। স্বৈরাচারের সমস্ত চিহ্ন বাংলার মাটিতেই মুছে দেওয়া হবে।”