Homeজেলারায়পুরে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলাসহ ৪ আসামি গ্রেফতার

রায়পুরে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলাসহ ৪ আসামি গ্রেফতার

লক্ষ্মীপুর জেলার রায়পুরে বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার এক আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে রায়পুর থানার একাধিক টিম এ অভিযান পরিচালনা করে।

লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আকতার হোসেন এবং রায়পুর সার্কেলের এএসপি জামিলুল হকের নির্দেশনায়, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) আবু হানিফ, এসআই মো. হায়াত উল্লাহ, এএসআই মো. মোশাররফ হোসেন, এসআই প্রবীর রঞ্জন ধর, এসআই (নিঃ) মো. শরিফ উল্লাহ, এএসআই শাখাওয়াত ও এএসআই শফিক মিয়া।

গ্রেফতারকৃতরা হলেন, মো. শাহীন (২৫): হত্যা মামলার এজাহারনামীয় আসামি,  মো. ইমন হোসেন: জিআর সাজা পরোয়ানাভুক্ত, ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত, মো. মুসলিম উদ্দিন: জিআর সাজা পরোয়ানাভুক্ত, ৬ মাসের সাজাপ্রাপ্ত, মেহেদী হাসান পাটোয়ারী: সিআর পরোয়ানাভুক্ত আসামি।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেফতারি পরোয়ানা ছিল। বিশেষ অভিযানের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। গ্রেফতারের পর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানায়, অপরাধ দমনে রায়পুর থানার এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং পলাতক আসামিদের গ্রেফতারের জন্য আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ খবর