Homeবিনোদন‘সঠিক মানুষ’ না চেনার আক্ষেপ জানালেন পরীমণি

‘সঠিক মানুষ’ না চেনার আক্ষেপ জানালেন পরীমণি

ঢালিউডের অন্যতম গ্ল্যামারাস নায়িকা পরীমণি সবসময় স্পষ্টভাষী ও চটপটে স্বভাবের জন্য পরিচিত। সমালোচকদের তোয়াক্কা না করে নিজের মতো করে চলার অভ্যাস তার বহুদিনের। তবে ভালোবাসার মানুষকে আপন করে নেওয়ার প্রবণতাও রয়েছে তার মধ্যে।

রিল লাইফ ও রিয়েল লাইফ—দুই ক্ষেত্রেই তাকে নিয়ে আলোচনা-সমালোচনা থাকলেও সংগ্রামী এক নারী ও মমতাময়ী মা হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন পরীমণি। সম্প্রতি দেশের গণ্ডি পেরিয়ে টালিউডের সিনেমা ‘ফেলুবকশি’ দিয়ে কলকাতার সিনেমায় অভিষেক হয়েছে তার।

ভালোবাসার মাস ফেব্রুয়ারিতে ‘সঠিক মানুষ’ না চেনার আক্ষেপ প্রকাশ করেছেন পরীমণি। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রপোজ ডে উপলক্ষে নিজের জীবনের তিনটি মূল্যবান অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

https://youtu.be/hRgobIQS6Y8

ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি লেখেন—

“নিজের জীবনের কিছু গোপন তথ্য সঠিক মানুষের কাছে থাকলেই আপনি নিরাপদ থাকবেন। নয়তো জীবন নানা সমস্যায় জর্জরিত হবে।”

এরপর ভক্তদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন—

১. আপনার একাউন্টের সমস্ত হিসাব যার কাছে থাকবে।
২. আপনার ব্যক্তিগত অনুভূতি (দুঃখ, আনন্দ, ইমোশন) যে বা যারা জানবে।
৩. আপনি যাদের ‘সবচেয়ে কাছের মানুষ’ মনে করেন।

এরপর তিনি সতর্ক করেন, “যদি এই মানুষগুলো সঠিক না হয়, তাহলে আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে। ভুল মানুষের ওপর বিশ্বাস রাখলে দোষও আপনারই হবে!”

২০২৪ সালের শুরুতে পরীমণি ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন, যেখানে দীর্ঘদিন পর সাইমন সাদিকের বিপরীতে দেখা যাবে তাকে। এছাড়া, নতুন একটি সিনেমা ‘গোলাপ’-এ নিরব হোসাইনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।

ঢালিউড ও টালিউড মিলিয়ে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন এই গ্ল্যামার কুইন। তবে ব্যক্তিগত জীবনে ‘সঠিক মানুষ’ চেনার কষ্ট তার মনেও দাগ কেটেছে।

সর্বশেষ খবর