নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় ব্যাংকের দায়ের করা সার্টিফিকেট মামলা দ্রুত নিষ্পত্তির জন্য গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে এই শুনানি আয়োজন করা হয়।
শুনানিতে ধামইরহাটের কৃষি উন্নয়ন ব্যাংক, জনতা ব্যাংক পিএলসি ও অন্যান্য ব্যাংকের বিভিন্ন শাখার দায়ের করা মামলার বিপরীতে ৭২ জন ঋণগ্রহীতা উপস্থিত ছিলেন। তারা দ্রুত ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দেন এবং তাৎক্ষণিকভাবে তিনজন দেনাদার এক লাখ নয় হাজার টাকা পরিশোধ করেন। বাকিদের নির্ধারিত সময়সীমার মধ্যে ঋণ পরিশোধের নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ঋণগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ঋণ পরিশোধে করণীয় সম্পর্কে পরামর্শ দেন। ব্যাংক কর্তৃপক্ষকে অনাদায়ী ঋণগ্রহীতাদের দ্রুত তাগাদা দেওয়ার নির্দেশ দেন। এ ছাড়া, বাকি ৬৯ জন ঋণগ্রহীতাকে মাসিক কিস্তির মাধ্যমে ঋণ পরিশোধের সুযোগ দেওয়া হয়, যাতে তারা সহজেই দেনা পরিশোধ করতে পারেন।
এই গণশুনানি ঋণ আদায়ের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ঋণগ্রহীতারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় প্রশাসন ও ব্যাংক কর্তৃপক্ষ তাদের প্রতি সহানুভূতিশীল মনোভাব প্রদর্শন করেন। এমন উদ্যোগ নিয়মিত গ্রহণ করা হলে ঋণ পরিশোধের হার আরও বৃদ্ধি পাবে এবং আইনি জটিলতা কমবে।
এই উদ্যোগে ব্যাংক কর্তৃপক্ষ, প্রশাসন ও ঋণগ্রহীতাদের সমন্বিত প্রচেষ্টায় ঋণ আদায় সহজতর হবে এবং আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে।