Homeজেলাচেয়ারম্যান রনির বিতর্কিত প্রতিবাদ: বামনডাঙ্গায় DRR প্রকল্পে দুর্নীতির অভিযোগে গুঞ্জন

চেয়ারম্যান রনির বিতর্কিত প্রতিবাদ: বামনডাঙ্গায় DRR প্রকল্পে দুর্নীতির অভিযোগে গুঞ্জন

কুড়িগ্রামের বামনডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান রনির বিরুদ্ধে DRR প্রকল্পের কাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান রনি একটি প্রতিবাদলিপি প্রকাশ করেছেন, যেখানে তিনি সাংবাদিক জাহিদুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন।

স্থানীয়দের অভিযোগ, DRR প্রকল্পের কাজের মান অত্যন্ত নিম্নমানের। রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। ফলে রাস্তা নির্মাণের অল্প কিছুদিন পরই তা ভেঙে যেতে শুরু করেছে। এছাড়াও, প্রকল্পের অধীনে যে পরিমাণ কাজ করার কথা ছিল, সে পরিমাণ কাজ করা হয়নি বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

জমির মালিকেরা অভিযোগ করেছেন, তাদের জমি থেকে মাটি কেটে নেওয়া হলেও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। প্রকল্পের জন্য মাটি কাটার আগে তাদের সাথে কোনো আলোচনা করা হয়নি এবং মাটি কাটার পর তাদের জমির যে ক্ষতি হয়েছে, তার জন্য কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

চেয়ারম্যান রনি তার প্রতিবাদলিপিতে দাবি করেছেন, প্রকল্পের সব কাজ নীতিমালা অনুযায়ী হয়েছে এবং স্থানীয় জনগণ এতে সন্তুষ্ট। তিনি বলেন, তাকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বানানো হচ্ছে। স্থানীয় কিছু মহল তার জনপ্রিয়তা নষ্ট করতে এসব অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন, প্রকল্পের কাজ স্বচ্ছতার সাথে করা হয়েছে এবং কোনো প্রকার দুর্নীতি হয়নি। যারা তার বিরুদ্ধে অভিযোগ করছেন, তারা আসলে তার রাজনৈতিক প্রতিপক্ষ এবং তার সুনাম নষ্ট করার জন্য এসব অভিযোগ করছেন।

সাংবাদিক জাহিদুল ইসলাম বলেন, তিনি তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করেন। DRR প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির তথ্য স্থানীয়দের কাছ থেকে সংগ্রহ করে তিনি প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, চেয়ারম্যান রনি তার অপকর্ম ঢাকতে ভিত্তিহীন অভিযোগ তুলছেন। তিনি জানান, তার কাছে এই অভিযোগের স্বপক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে এবং প্রয়োজনে তিনি তা প্রকাশ করতে প্রস্তুত।

স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা জানান, DRR প্রকল্পের কাজ নিয়ে কিছু অভিযোগ এসেছে এবং তা তদন্তাধীন রয়েছে। তিনি বলেন, সাংবাদিক ও চেয়ারম্যানের মধ্যকার বিরোধ মূলত ব্যক্তিগত পর্যায়ের বলে মনে হচ্ছে। তবে, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে। এই ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে বিভ্রান্তি ছড়ালেও এলাকাবাসী প্রকৃত সত্য উদঘাটনে প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। তারা চান, তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। এতে করে ভবিষ্যতে এ ধরণের দুর্নীতি ও অনিয়মের প্রবণতা কমানো যাবে।

সর্বশেষ খবর