Homeরাজনীতিসংস্কার কমিশনের প্রস্তাব নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি

সংস্কার কমিশনের প্রস্তাব নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংস্কার কমিশনের কোনো সুপারিশ যদি সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হয়ে দাঁড়ায়, তাহলে বিএনপি তাতে বাধা দেবে।

রোববার (তারিখ) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। ইসি জানিয়েছে, আগামী মে মাস নাগাদ ভোটার তালিকা চূড়ান্ত হবে।

তিনি বলেন, বিএনপি দ্রুত নির্বাচনের পক্ষে। তবে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইসির পক্ষে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা কঠিন।

আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকের বিষয়ে তিনি বলেন, ভোটের সময় নিয়ে বিএনপি এখনো কোনো প্রস্তাব দেয়নি। তবে এই বিষয়ে আলোচনার জন্য একটি সভা অনুষ্ঠিত হবে।

নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে। তবে, কোনো সুপারিশ যদি সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে বিএনপি তা মেনে নেবে না।

রোববার বিকাল সাড়ে ৩টায় বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কার্যালয়ে যায়। প্রতিনিধি দলে ছিলেন সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।

এটি বিএনপির সঙ্গে বর্তমান নির্বাচন কমিশনের প্রথম বৈঠক।

বিএনপি ২০২৫ সালের মাঝামাঝি জাতীয় নির্বাচন চায় এবং দ্রুততম সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে। এ লক্ষ্যে ৬৪ জেলায় সমাবেশ করার পরিকল্পনা নিয়েছে দলটি।

সর্বশেষ খবর