কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাসে সিট ধরাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় ঘটে যাওয়া ঘটনার তদন্তে তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট তদন্ত কমিটি।
রবিবার (৯ ফেব্রুয়ারি) গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আবদুল কাদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে তদন্তের স্বার্থে তথ্য চাওয়া হয়।
এতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসের আসন নিয়ে বিরোধের জেরে গত ০১ ও ০২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আইন বিভাগ ও আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ঘটনার সাথে সংশ্লিষ্ট/আক্রান্ত / প্রত্যক্ষদর্শী ব্যক্তি/অভিযুক্তদের নিকট থেকে তথ্য সংগ্রহের নিমিত্তে বিজ্ঞপ্তি প্রকাশের অব্যবহিত পর থেকে তিন কার্যদিবসের মধ্যে (১২/০২/২০২৫) অফিস চলাকালীন সময়ে গঠিত তদন্ত কমিটির সদস্য সচিব এবং তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ রেজিস্টার সাহেদ হাসান এর নিকট লিখিত আকারে জমাদানের জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, গত ০১ ও ০২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সানন্দা বাসে আইন বিভাগ এবং আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হন প্রক্টরসহ একাধিক শিক্ষক এবং শিক্ষার্থী।