গাজীপুরে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে ৬৫ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। গাজীপুর জেলার পাঁচটি থানায় ৪০ জন এবং মহানগরের ৮টি থানায় ২৫ জন নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে। গত শনিবার রাতভর পুলিশের নেতৃত্বে গাজীপুর জেলা ও মহানগর পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ অভিযান চালায়।
গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক রবিবার সকাল সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযানে আটককৃতরা বিভিন্নভাবে সরকার বিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিল। তবে আটককৃতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হক বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ এখনও চলমান রয়েছে এবং গাজীপুর মহানগরের ৮টি থানায় মোট ২৫ জনকে আটক করা হয়েছে। তিনি জানান, এই অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তাদের কাজ অব্যাহত রয়েছে।