নরসিংদীর রায়পুরা উপজেলায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে স্ত্রী পাপিয়া সুলতানার শাবলের আঘাতে স্বামী আবুল কাসেম (৫২) নিহত হয়েছেন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুরা পৌরসভার মহিষমারা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালেই স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা এক পর্যায়ে ভয়াবহ রূপ নেয়। উত্তেজিত হয়ে স্ত্রী পাপিয়া সুলতানা রুমা ঘরের এক কোণে থাকা শাবল দিয়ে স্বামীর মাথায় একাধিক আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে রায়পুরা থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উপপরিদর্শক (এসআই) শফিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
এ ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দাম্পত্য কলহ থেকেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।