নাগেশ্বরীতে বাংলাদেশ শিক্ষক সমিতি, নাগেশ্বরী শাখার নবনির্বাচিত ৭১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলা হলরুমে এই সভার আয়োজন করা হয়। নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মোঃ রিয়াজুল হক, প্রধান শিক্ষক, ইস্ট রামখানা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আহ্বানে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে সাধারণ সম্পাদক জনাব মোঃ রিয়াজুল হক নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। এরপর সমিতির নবনির্বাচিত সভাপতি জনাব মোঃ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক, আইডিয়াল উচ্চ বিদ্যালয়, সূচনা বক্তব্য প্রদান করেন।
এছাড়াও নির্বাচনী পরিচালনা কমিশনের প্রধান জনাব মোঃ ফজলুল হক, প্রধান শিক্ষক, খেলারভিটা উচ্চ বিদ্যালয়, বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।