Homeজেলানাগেশ্বরীতে চারটি অবৈধ ইটভাটা বন্ধ: উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান

নাগেশ্বরীতে চারটি অবৈধ ইটভাটা বন্ধ: উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় চারটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর লঙ্ঘনের অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়।

রবিবার ৯ ফেব্রুয়ারী এ অভিযান পরিচালনা করেন মাহমুদুল হাসান, সহকারী কমিশনার ভুমি ও কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। অভিযানে মালভাঙ্গার এম এইচ টি ব্রিকস, সন্তোষপুরের এ জে পি ব্রিকস, নিলুর খামারের ডি এ ব্রিকস, এবং ভিতরবন্দের এস এস ফোর ইটভাটার অবৈধ স্থাপনা এক্সকাভেটর ব্যবহার করে ভেঙে দেওয়া হয়। পাশাপাশি এসব ভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ্য, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী, পরিবেশের জন্য ক্ষতিকর এবং যথাযথ অনুমতি ছাড়া পরিচালিত ইটভাটা গুলো আইনগতভাবে অপরাধের আওতায় পড়ে। অভিযানের সময় সংশ্লিষ্ট ইটভাটাগুলো পরিবেশের ক্ষতি এবং আইন লঙ্ঘনের কারণে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষার জন্য এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনসাধারণের স্বার্থে এবং পরিবেশ রক্ষায় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এ কার্যক্রম এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।

সর্বশেষ খবর