Homeজেলাঝিনাইদহে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

ঝিনাইদহে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত পপি খাতুন (২৬) উপজেলার ঝাউদিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তার স্বামী আবুল বাসের ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

রোববার (১০ ফেব্রুয়ারি) রাতে পপি খাতুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর থেকেই পপির স্বামী বাসেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।

এদিকে, নিহতের বাবার বাড়ির লোকজন অভিযোগ তুলেছেন যে পপিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ক্ষুব্ধ স্বজনরা বাসেরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, “পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও আটক করা সম্ভব হয়নি। তদন্ত চলছে, দ্রুতই আসল তথ্য জানা যাবে।”

স্থানীয়রা বলছেন, পপি খাতুনের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। পারিবারিক বিরোধ থেকেই এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হবে।

সর্বশেষ খবর