Homeজেলাকিশোরগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু, থানায় অভিযোগ

কিশোরগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু, থানায় অভিযোগ

নীলফামারীর কিশোরগঞ্জ থানা মোড়ে আলু বোঝাই ট্রাকের চাপায় সাইকেল আরোহী ইয়াজউদ্দিন (বৃদ্ধ) গুরুতর আহত হন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ১৫ মিনিটে তিনি মারা যান।

নিহতের পরিবার গতকাল রাতে কিশোরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মোঃ আমজাদ হোসেন (নিহতের নাতি) জানান, তার নানা ইয়াজউদ্দিন রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৩০ মিনিটে তার বাইসাইকেল যোগে বাড়ি ফেরার সময় কিশোরগঞ্জ থানাধীন বানিয়াপাড়া নামক সিএনজি স্ট্যান্ডে পৌঁছালে কিশোরগঞ্জ বাজার থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক যাহার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ট-১২-০১৫৩ এর অজ্ঞাতনাম ড্রাইভার আমার নানার বাইসাইকেলের উপর দিয়া চালাইয়া যায়। এতে তার নানার ডান পায়ের হাঁটু থেকে নিচ পর্যন্ত আলাদা হয়ে যায়। স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ইয়াজউদ্দিনকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আজ দুপুর ১১টায় তার নিজ বাসভবনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর