কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাঁশঝানি সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অবস্থিত ঝাকুয়াটারী জামে মসজিদের সামনের গাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সিসি ক্যামেরা স্থাপন করেছে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতের আঁধারে ক্যামেরাটি স্থাপন করা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নজরে আসার পর বিজিবি আপত্তি জানায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার আলোচনা হয়। বিজিবির পক্ষ থেকে সিসি ক্যামেরা অপসারণের দাবি জানানো হলে বিএসএফ তা সরানোর আশ্বাস দেয়।
স্থানীয়রা জানান, এই মসজিদে দুই দেশের মুসল্লিরা নামাজ পড়েন। তবে বিএসএফের বাধার কারণে প্রায় দুই বছর ধরে এর নির্মাণকাজ বন্ধ রয়েছে। সিসি ক্যামেরা স্থাপনের ঘটনায় সীমান্ত এলাকায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।
বিজিবির কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, শূন্য রেখায় ক্যামেরা স্থাপন নিয়ে আপত্তি জানানো হয়েছে এবং তা সরিয়ে নেওয়ার আশ্বাস পাওয়া গেছে।