Homeশিক্ষা-শিক্ষাঙ্গনইবি সাহিত্য সংসদের নেতৃত্বে হাসেম-সৌরভ

ইবি সাহিত্য সংসদের নেতৃত্বে হাসেম-সৌরভ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাহিত্য সংসদের নতুন কর্মপর্ষদ গঠন করেছে। এতে সভাপতি হয়েছেন বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাসেম আলী সেখ এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ কুমার দত্ত

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে সংগঠনের উপদেষ্টামণ্ডলী সহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং অধিকাংশ সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে গঠিত হয় (ইবি) সাহিত্য সংসদের পঞ্চম কর্মপর্ষদ।

নতুন এ কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি সোহেলী তাবাসসুম জান্নাত, মোঃ রেহেনুল ইসলাম চমক। যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত জাহান তুসমি, সাংগঠনিক সম্পাদক সায়েম আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজ হোসেন, দপ্তর সম্পাদক মূসা ইব্রাহিম, সহ-দফতর সম্পাদক ধ্রুব আহমেদ রনি, অর্থ-সম্পাদক আব্দুল্লাহ আল সদর, সহ অর্থ সম্পাদক তানজিলা জাহান সুখী, গ্রন্থাগর-সম্পাদক মোঃ সাকিব আল হাসান , সহ গ্রন্থাগার মাহাদি হাসান, পাঠচক্র সম্পাদক মোঃ সোহানুর রহমান, প্রচার সম্পাদক সানজিদ আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেনাজ আফরিন মেঘ। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে শিশির কবির, সোহানুর রহমান শাওন, যুক্তা যতি গোলদার, তাসনিম বিনতে হারুন, তাসকিয়া মুরসালিনকে মনোনীত করা হয়।

এসময় নতুন সভাপতি মোঃ হাসেম আলী সেখ বলেন, “চিন্তা ও চর্চায় বুদ্ধির মক্তি হোক সাহিত্যে” এই স্লোগান কে ধারণ করে ইসলামী বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ তার প্রতিষ্টা লগ্ন থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিয়মিত পাঠচক্র ও সাহিত্য বিষয়ক বিভিন্ন কার্যক্রম সুনামের সাথে পরিচালনা করে আসছে।

সাহিত্য সংসদের সাথে আমার প্রায় তিন বছরের পথচলা। বিশ্ববিদ্যালয়ে যে কয়টি সংগঠন বুদ্ধি ভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে ইসলামী বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ তাদের মধ্যে অন্যতম।

ইবি সাহিত্য সংসদ কে আমি যতটা সংগঠন হিসাবে পেয়েছি তার থেকে বেশি আমার কাছে মনে হয়েছে এটি একটি পরিবার। যে পরিবারের প্রতিটি মানুষ একে অপরের সাথে নির্দ্বিধায় তাদের আনন্দ কষ্ট ভাগ করে নিতে পারে।

একটি সংগঠন পরিচালনার জন্য সংগঠনের প্রতিটি সংদস্য ও কার্যনির্বাহী সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আজকে আমাদের নতুন যে কমিটি প্রদান করা হলো সবার প্রতি আমার এই আহ্বান থাকবে যে সবাই আন্তরিকতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্বসমূহ যথাযথ ভাবে পালন করে ইসলামী বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ কে আরো গতিশীল ও প্রাণবন্ত করে গড়ে তুলবে।

সর্বশেষ খবর