বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষন বিভাগ কর্তৃক দেশব্যাপি প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালায় আওতায় নির্মিত নাটক মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যা ৭ টায় নড়াইল শিল্পকলা একাডেমি মিলনায়তন অডিটরিয়ামে নাটক মুখোশ মঞ্চায়ন করা হয়।
নাটকের মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতির পাশাপাশি, বিভিন্ন অনিয়ম অবিচার গুম খুন হত্যার বিভিন্ন চিত্র উপস্থাপন করা হয় নাটকে। নাটক দেখতে বিভিন্ন শ্রেনিপেশার দর্শক উপস্থিত ছিলেন। এর আগে গত ২৭ জানুয়ারি থেকে প্রশিক্ষন শুরু হয়।
নাটকটি পরিচালনা করেছেন আতিকুর রহমান বলেন- এই নাটকের মাধ্যমে আমরা জনগনকে বলতে চেয়েছি, জনগন যদি দেশকে ভাল না বাসে, জনগনের যদি দেশের প্রতি দায়িত্ব বোধ না থাকে, ততদিন দেশের ভাল হবে না। যুগে যুগে শাসন পরিবর্তন হয় কিন্তু শাসক একই থেকে যায়।
নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, জেলা কালচারাল অফিসার মোঃ আব্দুল রাকিবিল বারী এ সময় উপস্থিত ছিলেন।