অমর একুশে গ্রন্থমেলায় সব্যসাচী প্রকাশনীর স্টলে হামলার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্কসহ বিভিন্ন নাগরিক সংগঠন। সংগঠনটি এক বিবৃতিতে জানায়, ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধর্মীয় উগ্রবাদীরা প্রকাশনীর স্টলে হামলা চালিয়ে লেখক ও প্রকাশক শতাব্দী ভবকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে।
প্রকাশনীতে বিক্রিত বইগুলোর মধ্যে তসলিমা নাসরিনসহ নাস্তিক্যবাদী লেখকদের বই থাকার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানি দেওয়া হয়। এর পরও বাংলা একাডেমি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকাশনীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় বলে অভিযোগ করেছে বিবৃতিদাতা সংগঠনটি।
বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে বইমেলায় একাধিকবার হামলার ঘটনা ঘটেছে এবং সরকারপন্থী উগ্রবাদীদের চাপের মুখে প্রকাশনা প্রতিষ্ঠান বন্ধ ও বই নিষিদ্ধ করার নজির রয়েছে।
নাগরিক সংগঠনটির দাবি, মতপ্রকাশের স্বাধীনতার উপর এ ধরনের আঘাত দেশকে উগ্রপন্থী গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার শামিল। তারা মনে করেন, বর্তমান সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, যার ফলে ধর্মীয় ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে।
সংগঠনের চার দফা দাবি:
১. বইমেলায় হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা।
২. সকল প্রকাশনার জন্য মুক্ত পরিবেশ নিশ্চিত করা ও বইমেলার নিরাপত্তা জোরদার করা।
৩. দেশব্যাপী নারী ফুটবল, মাজার, ওরস, স্মারক ও ভাস্কর্যের উপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।
৪. সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সরকারের ব্যর্থতাই ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠীগুলোর উত্থানকে ত্বরান্বিত করছে। তারা দেশ-বিদেশে বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।
এই ঘটনায় বিবৃতিদাতারা হলেন, বর্ণালী সাহা, কথাসাহিত্যিক; রাহাত মুস্তাফিজ, লেখক ও অ্যাক্টিভিস্ট; আজফার হোসেন, অধ্যাপক, গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র; অনুপম সৈকত শান্ত, লেখক ও অ্যাক্টিভিস্ট; মিম আরাফাত মানব, গবেষক; কায়সুল খান, গবেষক ও কলামিস্ট; শাহরিয়ার আবেদীন, শিক্ষার্থী; জাফর ইকবাল, শিক্ষার্থী; শেখ মোঃ সিদ্দিকুর রহমান, ব্যবসায়ী; ডঃ লুবনা ফেরদৌসি, সহকারী অধ্যাপক; রাসেল আবেদিন তাজ, চলচ্চিত্র কর্মী; আব্দুল্লাহ নোমান, আইটি প্রোফেশনাল; দীপক শীল, রাজনৈতিক কর্মী; আরিফুর রহমান শাকিল, আইনজীবী; শাহরিয়ার রাফি, শিক্ষক; মেহেদি হাসান, ব্যবসায়ী; মোঃ অনিক দেওয়ান, লেখক ও সংগঠক; আহসান নাকিব নাবিল, ব্যবসা; মো. আবুসালেহ সেকেন্দার, শিক্ষক; শিরিন ববি, চিকিৎসক; আশরাফুন নাহার রুহিন, শিল্পী ও গবেষক; গনি আদম, সাংবাদিক; মতিউর রহমান, ব্যবসায়ী; আজিজুল হাকিম জয়, শিক্ষার্থী; কাশফিয়া নাহরিন, শিক্ষার্থী; ইশতিয়াক হোসেন অনি, শিক্ষার্থী; অনুুসূয়া, শিক্ষার্থী; আনিসুজ্জামান আজাদ সজল, চলচ্চিত্র কর্মী; নাদিরা ইয়াসমিন, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী; মোহাম্মাদ জহিরুল ইসলাম, সহযোগী অধ্যাপক, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; উম্মে ফারহানা, সহকারী অধ্যাপক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়; মোঃ নুরে আলম পাটওয়ারি, ফিনান্সিয়াল একাউন্টেন্ট; মাসুদুল হাসান রনি, গণমাধ্যমকর্মী ও ছড়াকার; নিটু রঞ্জন তালুকদার, শিক্ষার্থী; পিয়াল মাহমুদ, শিক্ষার্থী; আল মাহমুদ রুম্মান, শিক্ষক; রাইয়ান রাজী, শিক্ষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়; যোভেন, সঙ্গীতকার; সুমন মজুমদার, লেখক; মমিন আফ্রাদ, কর আইনজীবী; শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, বরিশাল বিশ্ববিদ্যালয়; মাওলানা মোহাম্মদ আবদুল আজিজ, সরকারি চাকরিজীবী; আহমদ জাকী, অর্থনৈতিক বিশ্লেষক; ড. তিতাস জিয়া, অভিনেতা, নির্দেশক, গবেষক ও সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়; মেহেরান সানজানা, অভিনেত্রী ও অ্যাক্টিভিস্ট; মনোয়ার পারভেজ, শিক্ষার্থী ও সংগঠক; হাসান সেলিম, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট; শাহরিয়ার বিন আলী, আইনজীবী; শান্ত শাহরিয়ার, শিক্ষার্থী; উক্য সাইং মারমা, শিল্পী ও গবেষক; হাসিনা আকতার নিপা, শিক্ষক; তন্ময় কর্মকার, প্রকৌশলী; অন্তিক চক্রবর্তী, রাজনৈতিক কর্মী ও উন্নয়ন সংগঠক; খন্দকার সুমন, চলচ্চিত্র নির্মাতা; আফজাল হোসেন, অ্যাক্টিভিস্ট; অংকন চাকমা, সভাপতি, পাহাড়ি শিক্ষার্থী পরিষদ; মতিউর রহমান, চাকরিজীবী; রফি হক, চিত্রশিল্পী, প্রিন্টমেকার, লেখক ও সম্পাদক; আহসানুল করিম, সফটওয়্যার প্রকৌশলী; নাজমুল আহমেদ, চিকিৎসক; বাহাউদ্দিন শুভ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষার্থী ইউনিয়ন; সাইদুর রহমান, সংবাদকর্মী; বসন্ত, শিক্ষার্থী; সৌরভ কর্মকার, চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক অ্যাক্টিভিস্ট; সাকি ফারজানা, হেল্থ কেয়ার ওয়ার্কার; আমজাদ হোসেন, স্বনির্ভর; আরাফাত হোসেন, শিক্ষার্থী; শৈবাল আদিত্য, কবি ও সাংবাদিক; সহিদুজ্জামান পাপলু, রাজনৈতিক কর্মী; ফাহমিদুল হক, লেখক ও শিক্ষক; শাকিলা খান, শিক্ষক; রাজিউল ইসলাম, সরকারি চাকরিজীবী; তানবীরা হোসেন, গ্লোবাল অপারেশান্স কন্ট্রোলার; প্রীতম শুভ, সংস্কৃতি কর্মী; কালপুরুষ, কবি; আতিয়া ফেরদৌসী, সিনিয়র বাজেট এ্যনালিস্ট; অটল ভৌমিক, শিক্ষার্থী; স্বাধীন সেন, অধ্যাপনা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ; শ্রাবণী মজুমদার, প্রকাশক; নাভিদ মুস্তাহিদ রহমান, পিএইচডি গবেষক; ফাহমিদা ইয়াসমিন, শিক্ষার্থীী; ড. আখতার সোবহান মাসরুর, ৯০ এর অভ্যুত্থানের সাবেক শিক্ষার্থীনেতা; রহমান সিদ্দিক, সাংবাদিক; সোমা, গৃহিণী; জাফর ইকবাল, শিক্ষার্থী; হাফিজা বেগম, আইনজীবী; শহিদুল ইসলাম খান, প্রফেসর, সেন্টেনিয়াল কলেজ, টরন্টো; নুর নবী দুলাল, তথ্যপ্রযুক্তি কর্মী; নাসরিন খন্দকার, নৃবিজ্ঞানী; রাকিবুল ইসলাম, প্রাবন্ধিক; সায়েমা খাতুন, লেখক ও নৃবিজ্ঞানী; ওসমান গনি মুন, রাজনীতি; শাশ্বতী মজুমদার, সহযোগী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; মাহাবুবুর রহমান, প্রবাসী; ড. ফারাবী মাহমুদ, প্রকৌশলী; আরমানুল হক, আহবায়ক, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা; সেলিম, ব্যবসায়ী; শামীমা ইয়াছমিন, গৃহিণী; সোহান শরীফ, শিক্ষার্থী; মিতু, উদ্যোক্তা; বিনয় বর্মন, অধ্যাপক; সুবিমল চক্রবর্তী, শিক্ষক; সৈয়দ বাবুল, অ্যাক্টিভিস্ট; সোহেলা মুশতারি, শিক্ষক; হোসাইন মাইকেল, লেখক; ফয়েজ নুর ইলাহী, মানবসম্পদ ব্যাবস্থাপক; হাসান তৌফিক ইমাম, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; রিমি, লেখক; রেজ্জাকুল চৌধুরী, চাকরিজীবী; বদরুজ্জামান আলমগীর, কবি ও নাট্যকার; আমিন বাবু, সাংবাদিক; রাকিবুল হাসান খান, গবেষক; বাধন অধিকারী, সাংবাদিক; হারুন আহমেদ, শিক্ষক; লুনা রুশদী, লেখক; রুশ্নি আরা, চাকরিজীবী; মাহবুবুল হক, শিক্ষক; রকিবুল হাসান, চাকরিজীবী; সজীব ওয়াফি, লেখক ও কলামিস্ট; সোলাইমান সালমান, সাংবাদিক; রশিদ সূর্য, ব্যবসায়ী; শিউলি শবনম, সাংবাদিক; নাছিমা আকতার, চাকরিজীবী; ফারজানা জাহান, শিক্ষক ও অনুবাদক; লুভানা তাবাসসুম, বেসরকারি চাকরিজীবী; হাবীব ইমন, সাংবাদিক ও লেখক; আবু তালেব, শিক্ষার্থী; সায়মা আহমেদ, সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্যবিদ্যালয়; হেলাল মহিউদ্দীন, অধ্যাপক, মন্টক্লেয়ার স্টেট ইউনিভার্সিটি, নিউ জার্সি; পাভেল পার্থ, লেখক ও গবেষক; কাজী শুসমিন আফসানা, শিক্ষক; জয়দীপ ভট্টাচার্য, রাজনৈতিক কর্মী; ইনজেব সেন, চাকরিজীবী; মাহফুজুর রহমান শামীম, আহবায়ক, বাংলাদেশ জনতার সংসদ (বাজস); মোঃ ওবায়দুল্লাহ, শিক্ষক; মামুন রফিক, কন্সাসালটেন্ট ও সিনেট সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; স্নিগ্ধা রেজওয়ানা, সহযোগী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; শুভ্র শোভন চৌধুরী, স্থপতি; মোঃ আমির হোসেন, প্রকৌশলী; দেবাশিস চক্রবর্তী, শিল্পী ও লেখক; পারভীন আক্তার, চাকরিজীবী; মারুফ বরকত, লেখক ও গবেষক; মুসলিম উদ্দিন রিপন, আইনজীবী; পথিক রায়, শিক্ষার্থী; চঞ্চল কুমার দেবনাথ, চিকিৎসক; মংসাথোয়াই মারমা, শিক্ষার্থী; মো:আশরাফুর রহমান, ব্যবসায়ী; মো: আশিকুর রহমান, চাকরিজীবী; প্রবাল রায় প্রান্ত, কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক; মোঃ নূর আলম শেখ, পরিবেশকর্মী; মো নাজমুল ইসলাম, ব্যাংকার; অনিক দেবনাথ, উন্নয়নকর্মী; শহীদুল ইসলাম সবুজ, সংগঠক, সাধারণ সম্পাদক, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম; রাহুল বিশ্বাস, লেখক ও গবেষক; জয়রাজ চক্রবর্ত্তী, শিক্ষার্থী; মো. শাহরিয়ার শফিক, শিক্ষক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; গোলাম সারওয়ার, সহযোগী অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়; সাব্বির আল আসিফ, শিক্ষার্থী; জগন্ময় পাল, চলচ্চিত্র নির্মাতা; মানিসা অর্চি, নাট্যকর্মী; আল মাহমুদ, সহযোগী গবেষক; মো. শফিকুল ইসলাম, আইনজীবী; মাহমুদা খাঁ, উন্নয়নকর্মী ও অ্যাক্টিভিষ্ট; ফারুক রহমান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী; মাহফুজা মালা, শিক্ষার্থী ও উন্নয়নকর্মী; নাদিম নূর, চাকরিজীবী; জিয়া জাহিদ, সার্টিফায়েড পাবলিক একাউন্টেন্ট; সুলেখা রহমান, শিক্ষক; সৈকত, চাকুরিজীবী; মুহাইমিন বিন আশরাফ, শিক্ষার্থী; কৌশিক দাশ কংকন, শিক্ষার্থী; রায়হান তানভীর, রাজনৈতিক কর্মী; সুব্রত ভদ্র, ব্যবসায়ী; তোহফাতুল, সফটওয়্যার প্রকৌশলী; বাবু, বেসরকারি চাকরিজীবী; মোয়াজ্জেম হোসেন, শিক্ষক; হারুনুর রশিদ, প্রবাসী; রায়হান রাইন, শিক্ষক; মো. ফোরকান, ঔষধ কোম্পানির প্রতিনিধি; আব্দুর রহমান, ব্যাংকার; অপূর্ব জামান, অনুবাদক; সাফকাত মনজুর, শিক্ষার্থী; রুমী রহমান, আইনজীবী; যোবায়দা নাসরিন, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়; শায়লা শারমিন, চাকরিজীবী; বিধান সাহা, লেখক; অনিরুদ্ধ দাশ অঞ্জন, সত্বাধিকারী, জাতীয় সাহিত্য প্রকাশনী; নাইমুল হক জোয়ারদার, চাকরিজীবী; মারজিয়া প্রভা, অ্যাক্টিভিস্ট; রাজীব হাসান ইন্দু, চাকরিজীবী; জীবন, শিক্ষার্থী; মোস্তফা ফারুক, প্রাক্তন শিক্ষার্থী নেতা; এ ইউ জেড প্রিন্স, আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট; সুদেব চক্রবর্তী, লেখক; জাকির তালুকদার, কথাসাহিত্যিক; নির্তেশ সি দত্ত, প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা; আরাফাত হোসেন, প্রকৌশলী; আলতাফ শেহাব, কবি; আব্দুল্লাহ আল মুঈজ, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ যুব ফেডারেশন; রফিকুল ইসলাম মানিক, সংবাদকর্মী; তাসনীম হুমাইদা, সহযোগী অধ্যাপক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়; মোছাঃ আঞ্জুমান আরা খাতুন, ফ্রিল্যান্স সাংবাদিক ও লেখক; রফিকুল কাদির, কবি; অনুপমা অপরাজিতা, কবি ও শিক্ষক; প্রেমানন্দ দাশ, প্রাণী চিকিৎসক ও রাজনৈতিক কর্মী; শরীফুল চৌধুরী , সাবেক ছাত্রনেতা