যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, তরুণরাই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা দেশের জন্য নতুন স্বপ্ন দেখার প্রেক্ষাপট তৈরি করেছে এবং সেই পরিবর্তনকে সফল করতেও তাদেরই নেতৃত্ব দিতে হবে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে “তারুণ্যের উৎসব” উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের (ডেমোক্রেটিক ট্রানজিশন) দায়িত্ব নিয়েছে। তাই জনগণকে সুস্থভাবে ক্ষমতা হস্তান্তরের এই প্রক্রিয়ায় সহযোগিতা করতে হবে।”
তিনি আরও বলেন, “দেশের জনগণ একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরেও যে ধৈর্য ও প্রজ্ঞার পরিচয় দিয়েছে, তা প্রশংসনীয়। বড় ধরনের কোনো রক্তপাত ছাড়াই আইন ও বিচার ব্যবস্থার প্রতি যে শ্রদ্ধা দেখানো হয়েছে, তা থেকে আমরা আশ্বস্ত হতে পারি। আমরা বিশ্বাস করি, জনগণ দেশ পুনর্গঠনেও ধৈর্য ধরে অংশ নেবে এবং গণঅভ্যুত্থানের ফসল বাস্তবায়নে সহযোগিতা করবে।”
অন্তর্বর্তী সরকার বর্তমানে রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করছে। গণতান্ত্রিক উত্তরণের এই প্রক্রিয়ায় জনগণের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, “আমরা একটি নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। তরুণদের হাত ধরেই এই পরিবর্তন বাস্তবায়িত হবে।”