লক্ষ্মীপুরের রায়পুরে অপারেশন ডেভিল হান্ট চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযানের মাধ্যমে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কেরোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি তছলিম উদ্দীন (৬৫), তিনি উত্তর পুর্ব কেরোয়া গ্রামের মৃত হাবিব উল্যাহর ছেলে। উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রাজিম (৩৭), সে পৌর শহরের দেনায়েতপুর এলাকার আব্দুল মতিনের ছেলে এবং পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক (৩৮), তিনি পৌর শহরের কাঞ্চনপুর এলাকার মৃত বশির উল্যা পাটোয়ারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতরা ৪ ও ৫ আগষ্ট ছাত্রজনতার ওপর হামলা, ভাংচুর ও লুটপাটের সাথে জড়িত থাকার গোয়েন্দা তথ্য রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।