লক্ষ্মীপুর জেলা জুড়ে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর মধ্যে সদরে ৪ জন, রায়পুরে ২ জন, রামগঞ্জে ৩ জন ও রামগতিতে ২ জন।
গ্রেপ্তারদের মধ্যে লক্ষ্মীপুর সদরের আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান সোহেল, যুবলীগ নেতা আবদুল মালেক, সাইফুল ইসলাম, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম, রায়পুরের আওয়ামী লীগ নেতা তছলিম উদ্দিন, ওমর ফারুক, রামগঞ্জে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান টিটু, চন্ডিপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক মানিক হোসেন, রামগতিতে যুবলীগ নেতা মো. রুবেল ও ছাত্রলীগ নেতা আকতার হোসেন বিপ্লব।
জেলা পুলিশ জানায়, সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তাদেরকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এসপি মোহাম্মদ আকতার হোসেন বলেন, অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।