Homeজেলাধামইরহাটে গ্রাম আদালতের বিচার কার্যক্রম প্রত্যক্ষ করলেন ইউএনও, ৪ শতাধিক মামলা নিষ্পত্তি

ধামইরহাটে গ্রাম আদালতের বিচার কার্যক্রম প্রত্যক্ষ করলেন ইউএনও, ৪ শতাধিক মামলা নিষ্পত্তি

নওগাঁর ধামইরহাট উপজেলায় গ্রাম আদালতের বিচার কার্যক্রম প্রত্যক্ষ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। ১১ ফেব্রুয়ারি বিকেল ৩টায় তিনি ২ নম্বর আগ্রাদিগুন ইউনিয়নের গ্রাম আদালতের একটি বিচার কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন।

এদিন ৫ হাজার টাকা দেনা-পাওনার একটি মামলায় বাদী ও বিবাদীর উপস্থিতিতে আপোস-রফার মাধ্যমে সমাধান করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাকের নেতৃত্বে ৫ সদস্যের বিচারিক প্যানেল এ মামলার নিষ্পত্তি করেন। বিচার শেষে বাদী-বিবাদী পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দেন। বিচারিক কার্যক্রম চলাকালে ইউএনও মোস্তাফিজুর রহমান সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর ধীমান দেবনাথ, স্থানীয় ইউপি সদস্য, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিন বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউনিয়ন পরিষদের সচিবদের নিয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সচিবরা গ্রাম আদালতে মামলা সংক্রান্ত বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরেন। ইউএনও সাধারণ জনগণের আস্থা বৃদ্ধির জন্য বেশ কিছু নির্দেশনা প্রদান করেন।

ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়নে গত ১১ মাসে ৪ শতাধিক মামলা নিষ্পত্তি হয়েছে, যা একটি উল্লেখযোগ্য সাফল্য। বিচার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ আলমপুর ইউনিয়নের সচিব তাপস কুমার ও আড়ানগর ইউনিয়নের সচিব রায়হান আলমকে পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

গ্রাম আদালতের কার্যক্রম আরও উন্নত করতে প্রশাসনের এমন পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মনে করছেন।

সর্বশেষ খবর